• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

অপরাধ

কুষ্টিয়ায় সাংবাদিকের উপরমাদককারবারীদের নগ্ন হামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২৩

কুষ্টিয়া প্রতিবেদক, আকরামুজ্জামান আরিফ:
কুষ্টিয়ায় “দৈনিক দিনেরশেষে” পত্রিকার জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া ও সমাজ কল্যান বিষয়কসম্পাদক নিজাম উদ্দিনের উপর হামলা চালিয়েছে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীরা। গতকালশনিবার (১৫জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় নিজামের ওপরহামলা চালায় তারা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে চিকিৎসাদেওয়া হয়। তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে। ইতিপূর্বে নিজাম উদ্দিন বে-সরকারিটেলিভিশন ‘দেশ টিভি’তে কর্মরত ছিলেন।আহত সাংবাদিক নিজাম উদ্দিনবলেন,‘ সন্ধ্যায় জুগিয়ে মোড়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় তার সামনে মাদককারবারীরা মাদকেরলেনদেন করছিলো। সেই সময় তিনি তাদের মাদক ব্যবসা করতে নিষেধ করলে এলাকার মাদকব্যবসায়ী হাফিজ ও মানিকের নেতৃত্বে একদল যুবক তার ওপর হামলা করে। তাদের হামলায় তিনিরক্তাক্ত জখম হন। পরবর্তিতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদরহাসপাতালে নিয়ে আসে।এদিকে দ্রুত সময়ের মধ্যে এইঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জোটবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। হামলার ঘটনায়তিনি ও তার পরিবারের সদস্যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান সাংবাদিক নিজাম উদ্দিন। হামলার ঘটনা জানার সাথেসাথে গুরুতর আহত সাংবাদিক নিজাম উদ্দিনকে হাসপাতালে দেখতে যান কুষ্টিয়া প্রেসক্লাবেরসভাপতি ও দৈনিক জয়যাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবেরযুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক কুষ্টিয়ার খবরেরপ্রকাশক ও সম্পাদক এম যুবায়েদ রিপন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান,একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজ এরকুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন রান সহ সর্বস্তরের গণমাধ্যম কর্মি।এদিকে সাংবাদিক নিজামউদ্দিন’র উপর মাদক ব্যবসায়ীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতিআল মামুন সাগর ও সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধেব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads